সুন্নাতে খৎনা বা সারকামসিশন সার্জারির পর সুস্থ হতে কত সময় লাগে?
সুন্নাতে খৎনা বা সারকামসিশন সার্জারির পর সুস্থ হতে কত সময় লাগে?
সার্জারির ধরন ও অবস্থা কতটা গুরুতর, তার উপর নির্ভর
করে রোগীর সম্পূর্ণ সুস্থ হতে ৮-১২ দিন সময় লাগতে পারে। প্রচলিত উন্মুক্ত
সার্জারির জন্য রোগীর প্রায় ২-৩ দিনের ডাউনটাইম প্রয়োজন হতে পারে, তবে
ডিভাইস কসমেটিক খৎনা ও স্ট্যাপলার সারকামসিশনের মতো উন্নত পদ্ধতির জন্য কোনও ডাউনটাইমের
প্রয়োজন হয় না।
খৎনার আগে এবং পরে একই রকম অবস্থা থাকে। কোনো রেস্টের প্রয়োজন হয় না। প্রতিদিন গুসল করা যায়, প্যান্ট পড়া যায়, খেলাধুলা করা যায়, স্কুল মাদ্রাসায় যাওয়া যায়। উন্নত পদ্ধতি ব্যবহার করাই ঘা খুব দ্রুত শুকিয়ে যায়।
ডিভাইস কসমেটিক খৎনার বিস্তারিত জানতে ক্লিক করুন |
কোন মন্তব্য নেই