সুন্নতে খৎনার মাধ্যমে কোন কোন সমস্যার স্থায়ী চিকিৎসা সমাধান হয়?
সুন্নতে খৎনার মাধ্যমে কোন কোন সমস্যার স্থায়ী চিকিৎসা সমাধান হয়?
শিশু ও প্রাপ্তবয়স্কদের নিম্নলিখিত সমস্যার জন্য মুসলমানি চিকিৎসা করা হয়:
ফিমোসিস: ফিমোসিসে ফোরস্কিন আটকে যায় ও যথেষ্ট ব্যথা ও অস্বস্তি ছাড়া শিশ্নের অগ্রভাগ থেকে পিছনে টেনে আনা যায় না।
প্যারাফিমোসিস: প্যারাফিমোসিস হল একটি চিকিৎসাগত জরুরি অবস্থা, যেখানে টানা ফোরস্কিন পুরুষাঙ্গের অগ্রভাগের পিছনে আটকে যায় ও পিছনে টেনে আনা যায় না। এটি পুরুষাঙ্গে রক্ত প্রবাহকে বাধা দিতে পারে ও এর ফলে টিস্যুর ক্ষতি হতে পারে।
পোস্থাইটিস: খারাপ স্বাস্থ্যবিধি, অ্যালার্জি ও ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত সংক্রমণের কারণে ফোরস্কিনের প্রদাহকে পোস্টহিটিস বলে।
ব্যালনাইটিস: ব্যালনাইটিস হল শিশ্নের গ্লান্সের (শিশ্নের অগ্রভাগ) ব্যথা ও প্রদাহ যা ট্রমা, সংক্রমণ বা খারাপ স্বাস্থ্যবিধির কারণে হতে পারে।
ব্যালানোপোস্থাইটিস: শিশ্নের গ্লান্স ও প্রিপিউস উভয়ের সংক্রমণ হলে ব্যালানোপোস্থাইটিস হয়। এটি সাধারণত ইস্ট সংক্রমণ, ইরিট্যান্ট, ট্রমা ইত্যাদি কারণে হয়।
প্রিপিউশিয়াল পার্লস: ফোরস্কিনের নিচে স্মেগমা জমলে প্রিপিউশিয়াল পার্লস বা সিস্ট তৈরি হয়। স্মেগমা হল ত্বকের মৃ্ত কোষ, তেল ও অন্যান্য তরল পদার্থ জমা হয়ে তৈরি একটি গঠন যা ফোরস্কিনের নিচে একটি পুরু, সাদা, চিজের ন্যায় পদার্থ হিসেবে দেখা যায়।
অতিরিক্ত ফোরস্কিন: অতিরিক্ত ফোরস্কিন বা প্রিপিউস এমন একটি অবস্থা যেখানে রোগীর প্রয়োজনাতিরিক্ত ফোরস্কিন থাকে যা শিশ্ন ঋজু না থাকলে শিশ্নের অগ্রভাগকে পুরোপুরি ঢেকে দেয়।
ডিভাইস কসমেটিক খৎনার বিস্তারিত জানতে ক্লিক করুন |
কোন মন্তব্য নেই