হিট স্ট্রোক কি? কেন হিট স্ট্রোক হয়?
হিট স্ট্রোক |
হিট স্ট্রোক কি?
এটি 104 ডিগ্রি ফারেনহাইট (40 ডিগ্রি সেলসিয়াস) এর উপরে শরীরের তাপমাত্রা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। হিটস্ট্রোক, যাকে সানস্ট্রোকও বলা হয়, হাইপারথার্মিয়া বা তাপ-সম্পর্কিত অসুস্থতার সবচেয়ে গুরুতর রূপ। হিটস্ট্রোকে মস্তিষ্কের ক্ষতি, অঙ্গ ব্যর্থতা বা মৃত্যু হতে পারে।
কেন হিট স্ট্রোক হয়?
হিট স্ট্রোক এক ধরনের হাইপারথার্মিয়া। হাইপার হচ্ছে অধিক মাত্রা, আর থার্মিয়া মানে তাপ। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধিকেই বলা হয় হিট স্ট্রোক।
আমাদের শরীরের ভেতরে নানা রাসায়নিক ক্রিয়ার কারণে সব সময় তাপ সৃষ্টি হতে থাকে। ঘামের সাহায্যে সেই তাপ শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু একটানা রোদে থাকলে গরমে ঘামের সঙ্গে শরীরের অতিরিক্ত জল বেরিয়ে যায়।
শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ঘামের সঙ্গে লবণ বেরিয়ে যাওয়াতে লবণের ঘাটতি দেখা দেয়। যার ফলে শরীরকে করে তোলে অবসন্ন ও পরিশ্রান্ত।
এতে মাথাঘোরা বা অজ্ঞান হয়ে পড়তে পারেন অনেকেই। তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা না করলে মৃত্যুও হওয়া অস্বাভাবিক নয়। বাচ্চা, বয়স্ক ও যারা ওবেসিটিতে ভুগছে তারা হিট স্ট্রোকে সহজেই আক্রান্ত হয়।
কোন মন্তব্য নেই