Khotna

Khotna
device circumcision

কেন হাজাম দিয়ে খৎনা করাবেন না

 কেন হাজাম দিয়ে খৎনা করাবেন না

হাজামগণ; কাঠি বা ইন্সট্রোমেন্ট ওয়ান টাইম ব্যবহার করে না। যার কারণে বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগ আপনার আদরের সোনামনির হতে পারে । যেমন: হেপাটাইটিস বি, রক্ত দূষণ, বিভিন্ন ধরনের চর্মরোগ ।

আপনাদের একটি প্রশ্ন – কই আগে আমাদের সময় তো কোন সমস্যা হয় নাই?
উত্তর- আপনাদের সময় এত রোগ জীবাণু ভাইরাস ছিল না । আগে তো এক সিরিজ দিয়েই একাধিক রোগীকে ইঞ্জেকশন দেয়া হতো, এখন ওয়ানটাইম সিরিজ এজন্যই ব্যবহার করা হয় যেন রোগ জীবাণু ভাইরাস ছড়িয়ে না যায়।

হাজাম দিয়ে খৎনা করালে আরেকটি বড় ক্ষতির সম্ভাবনা এই যে, তারা সঠিক পরিমাণে কাটতে পারে না । বয়স বৃদ্ধির সাথে সাথে পেনিসের চামড়া বড় হয়ে যায় । যার কারণে পরবর্তীতে আবার খৎনা করাতে হয় ।

আমি এমন অনেক গুলো খৎনা করেছি। কিছু দিন আগেও দুই জনকে খৎনা করালাম এক জন 31 বছর বয়সে আরেক জন 30 বছয় বয়সে । ছোটবেলায় হাজাম দিয়ে সুন্নাতি খৎনা করিয়েছিলেন কিন্তু খৎনা হয় নাই দ্বিতীয় বার 31 এবং 30 বছর বয়সে আবার খৎনা করালাম ।
আরো কয়েক জন এসেছিলেন বিভিন্ন বয়সে দ্বিতীয়বার খৎনা করানোর জন্য । উনারা আবার খৎনা করাবেন।

এখনো আমাদের সেন্টার গুলোতে ৫০ জনের বেশি রিভিশন খতনা/২য় বার খৎনার সিরিয়াল আছে।
তাই সাবধান! কেউ হাজাম দিয়ে খৎনা করাবেন না ।

আদরের সন্তানের খৎনা যেন দ্বিতীয় বার না করাতে হয় তাই প্রথমেই ডিভাইস কসমেটিক সুন্নতে খৎনা করিয়ে নিন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.